রামনবমীর শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা বহনের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানায় বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং ও স্থানীয় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত রবিবার ভাটপাড়ায় আয়োজিত রামনবমীর শোভাযাত্রায়। শোভাযাত্রাটি আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে মাদ্রাল হনুমান মন্দির পর্যন্ত গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অর্জুন সিং ডান হাতে গেরুয়া পতাকা এবং বাম হাতে ভারতের জাতীয় পতাকা ও ইসরায়েলের পতাকা নিয়ে শোভাযাত্রায় হাঁটছেন। এছাড়াও শোভাযাত্রায় আরও কয়েকটি ইসরায়েলি পতাকা উড়তে দেখা যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুরু হয় তীব্র বিতর্ক। সোমবার তৃণমূল কংগ্রেসের জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া থানায় অর্জুন সিং ও প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়, এই কাজটি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে করা হয়েছে এবং তা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপন্থী।
বিধায়ক সোমনাথ শ্যাম পুলিশের কাছে আবেদন জানান, যেন অভিযোগটি ‘ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট’ (এফআইআর) হিসেবে গ্রহণ করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, “ব্যারাকপুরের সাবেক সাংসদ অর্জুন সিং সবসময় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন। এবার শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা হাতে ঘুরে তিনি ধর্মীয় উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা চালিয়েছেন। আজ তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন, কাল হয়তো অন্য কোনো দেশের পতাকা তুলবেন। এটা বাংলার কৃষ্টি ও সংস্কৃতির জন্য হুমকি।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “অর্জুন সিং চাইলে নিজের বাড়িতে যে কোনো দেশের পতাকা রাখতে পারেন, কিন্তু ধর্মীয় শোভাযাত্রায় কেন ইসরায়েলের পতাকা তুলে তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন?”
এ বিষয়ে এখনো অর্জুন সিং বা বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।