স্টাফ রিপোর্টার | প্রবাস বুলেটিন
বৈশাখের শুরু থেকেই তাপপ্রবাহের মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) ভোরে দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির দেখা মেলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ধারা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে প্রাক-মৌসুমি (Pre-monsoon) সময়কাল হিসেবে মার্চ, এপ্রিল ও মে মাসে কালবৈশাখী, দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত সাধারণ ঘটনা। এই প্রেক্ষাপটে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যেসব বৃষ্টিপাত হচ্ছে, তা স্বাভাবিক প্রাকৃতিক আচরণ বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সোমবার ভোরে বরিশাল ব্যতীত দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবচেয়ে বেশি ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে।
বুলেটিনে আরও জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলী উপজেলায়।
বৃষ্টির সময় তাপমাত্রা কমে এলেও বৃষ্টি বন্ধ হলে তাপমাত্রা পুনরায় বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ। এতে দিনের বেলায় কিছুটা স্বস্তি থাকলেও রাতের দিকে গরম অনুভব হতে পারে।
দেশজুড়ে চলমান এই বৃষ্টিপাত কৃষি খাতের জন্য উপকারী হলেও, দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তবে আবহাওয়ার এমন রূপ প্রাক-বর্ষার স্বাভাবিক চিত্র বলেই বিবেচিত হচ্ছে।