ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫:
আগামী সোমবার (২৮ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবার (২৬ এপ্রিল) দেশের রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, যা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আসন্ন বৃষ্টিপাতের ফলে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে, যা দেশের কৃষি ও জনজীবনের জন্য স্বস্তিদায়ক হতে পারে।