ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫:
চলচ্চিত্রে একসময়কার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এবার যুক্ত হলেন নতুন এক পেশাগত পরিচয়ে। অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয় এই তারকা এবার উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে।
সম্প্রতি রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে ওমর সানী বলেন, ‘প্রতিষ্ঠানটিতে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছি। গুলশানের অফিসে নিয়মিত বসছি। আশা করছি, ভালো কিছু হবে।’
ওমর সানীর মতে, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছা থেকেই এই নতুন পদক্ষেপ নিয়েছেন তিনি। নিজেকে শুধু চলচ্চিত্রে সীমাবদ্ধ না রেখে বহুমাত্রিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার প্রয়াসে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ব্যক্তিজীবনে তিনি বিখ্যাত চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। নানামুখী সামাজিক ও জনকল্যাণমূলক কাজে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন তিনি। তাঁর এই নতুন পেশাগত যাত্রা ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন আগ্রহ ও কৌতূহলের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ১৯৯২ সালে নূর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় ওমর সানীর। পরবর্তীতে ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’, ‘মহৎ’ সহ একাধিক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন।