ঢাকা, ৩ মে ২০২৫ (প্রবাস বুলেটিন):
হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা সোয়া একটায় শেষ হওয়া এই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
মহাসমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ঘোষণা করেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী তিন মাসের মধ্যে দেশের সব বিভাগে সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা দাবির পক্ষে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
হেফাজতের চার দফা দাবির মধ্যে রয়েছে:
-
সংগঠনটির নেতাদের নামে থাকা প্রায় ৩০০ মামলা অবিলম্বে প্রত্যাহার,
-
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার,
-
বিতর্কিত নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল,
-
সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃপ্রতিষ্ঠা।
এছাড়াও ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান জানানো হয়।
মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জৌনপুরের ইসলামি চিন্তাবিদ সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, “অসংখ্য আলেম-ওলামাকে জঙ্গি তকমা দিয়ে আটক রাখা হয়েছে। সংস্কার নয়, আগে আলেম সমাজকে মুক্তি দিতে হবে। তাদের মুক্তি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
হেফাজতের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন হোসাইন বলেন, “আমরা কোরআনবিরোধী যেকোনো অপচেষ্টা রুখতে সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত। এই সমাবেশ তারই প্রমাণ।”
সমাবেশ শেষে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, সমাবেশ উপলক্ষে রাজধানীর শাহবাগসহ আশপাশের এলাকায় ভোর থেকে যান চলাচলে বিঘ্ন ঘটে।