প্রকাশের তারিখ: বুধবার, ২১ আগস্ট ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হলো বহুল প্রত্যাশিত মওলানা ভাসানী সেতু। আজ বুধবার দুপুর ১টায় কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাকে সংযুক্ত করা এ সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর হাজারো মানুষ উৎসবমুখর পরিবেশে সেতুটি পার হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
স্থানীয়দের স্বপ্ন পূরণ
-
হরিপুর এলাকার কলেজ শিক্ষক প্রভাত চন্দ্র পাল বলেন, “তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির নাম মওলানা ভাসানী সেতু হওয়ায় আমরা গর্বিত। এটি তিস্তাপাড়ের মানুষের অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন তৈরি করবে।”
-
স্থানীয় শিক্ষক শফিকুল ইসলাম জানান, তারা সেতুটি চিলমারী-হরিপুর তিস্তা সেতু নামে চালু হবে ভেবেছিলেন। তবে মওলানা ভাসানীর নামে উদ্বোধন হওয়ায় আনন্দিত।
-
কৃষক আহাদ আলী শেখ বলেন, আগে যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকায় এলাকায় উন্নয়ন হয়নি। সেতু চালু হওয়ায় অর্থনীতি ও শিক্ষা-সংস্কৃতি এগিয়ে যাবে।
-
ব্যবসায়ী আশরাফুল জানান, এ সেতুর মাধ্যমে চিলমারী থেকে ঢাকার দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার কমে গেছে। এতে ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রকৌশল ও নির্মাণব্যয়
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে—
-
প্রকল্প শুরু: সেপ্টেম্বর ২০২০
-
অর্থায়ন: সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) ও ওপিইসি ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)
-
নির্মাণকারী প্রতিষ্ঠান: চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন
-
কাঠামো:
-
২৯০টি পাইল
-
৩০টি পিলার
-
২৮টি স্প্যান
-
১৫৫টি গার্ডার
-
-
সংযোগ অবকাঠামো: ১২টি ব্রিজ, ৫৮টি বক্স কালভার্ট, ৫৭ কিলোমিটার সড়ক
-
জমি অধিগ্রহণ: ১৩৩ একর
-
ব্যয়:
-
মূল কাঠামো নির্মাণে ৩৬৭ কোটি টাকা
-
সংযোগ সড়ক, নদীশাসন ও জমি অধিগ্রহণে ৩৬৩ কোটি ৮৫ লাখ টাকা
-
উত্তরবঙ্গের উন্নয়নের প্রতীক
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, “স্থানীয়দের দাবির ভিত্তিতে সেতুটির নামকরণ করা হয়েছে মওলানা ভাসানী সেতু। এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন, স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক।”
অতীত প্রেক্ষাপট
-
প্রথম তিস্তা সড়ক সেতু নির্মিত হয় ২০১২ সালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডায় (দৈর্ঘ্য ৭৫০ মিটার, ব্যয় ৮৭ কোটি টাকা)।
-
দ্বিতীয়টি নির্মিত হয় ২০১৮ সালে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে (দৈর্ঘ্য ৮৫০ মিটার, ব্যয় ১৩১ কোটি টাকা)।
-
তৃতীয় ও সবচেয়ে বড় সড়ক সেতু হিসেবে এবার তিস্তার বুকে যুক্ত হলো মওলানা ভাসানী সেতু।