প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটে। হামলার সময় কাদের সিদ্দিকী নিজ বাসায় অবস্থান করছিলেন।
কী ঘটেছিল?
বাসার কর্মচারীদের বরাতে জানা যায়, রাত একটার দিকে ১০–১৫ জনের একটি দল ইটপাটকেল ছুড়ে বাসায় হামলা চালায়। পরে মই ব্যবহার করে গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল এবং কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। স্থানীয়রা এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।
পুলিশের অবস্থান
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, “পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
রাজনৈতিক প্রেক্ষাপট
আজ রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশের আয়োজন করা হয়েছিল, যেখানে কাদের সিদ্দিকীকে প্রধান অতিথি করা হয়। তবে একই সময়ে ‘ছাত্র সমাজের’ ব্যানারে একই স্থানে ছাত্রসমাবেশ আহ্বান করা হলে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাসাইল শহীদ মিনার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।