প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ আজ রোববার আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সকাল ১১টায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ অংশের উদ্বোধন করেন।
চলাচলে বিধিনিষেধ
উদ্বোধিত অংশে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এক্সপ্রেসওয়ের এ অংশে কোনো ইউটার্ন থাকবে না বলে জানানো হয়েছে।
উপদেষ্টার বক্তব্য
উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন,
-
“আমাদের দেশের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি। এটা অবশ্যই কমাতে হবে।”
-
“রাস্তাঘাট নির্মাণ দুর্নীতির একটি বড় ক্ষেত্র। শুধু দুর্নীতি বন্ধ করলেই নির্মাণ ব্যয় ২০-৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন, “আর কতদিন বাইরে থেকে লোক এনে রাস্তা, সেতু বা রেলপথ বানানো হবে? আমাদের দেশীয় প্রকৌশলীদের দক্ষতা কাজে লাগাতে হবে। বিদেশ নির্ভরশীলতা থেকে মুক্ত হতে হবে।”
উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
-
ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমদ চৌধুরী
-
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক
-
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান
-
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান
-
গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন
👉 অবকাঠামো উন্নয়ন ও সড়ক যোগাযোগ প্রকল্পের আরও খবর জানতে আমাদের সঙ্গে থাকুন।