আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে এ হামলার সমালোচনা করেছেন। কাতার ইস্যুতে ইসরায়েলকে আরও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন তিনি।
ট্রাম্পের সতর্কবার্তা
রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
“আমার বার্তা হলো, তাদের (ইসরায়েলকে) খুব, খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতে হবে ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র।”
গত শুক্রবার নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজের সময় ট্রাম্প তাঁকে “চমৎকার মানুষ” বলে অভিহিত করেন।
আরব-মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া
ইসরায়েলের এ হামলার প্রতিক্রিয়ায় আরব ও মুসলিম বিশ্ব কাতারের পাশে দাঁড়িয়েছে। রোববার দোহায় আরব-মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো ইসরায়েলি আগ্রাসনকে “বর্বর” বলে নিন্দা জানায়।
সম্মেলনে জানানো হয়—
-
কাতারের সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া আইনগত পদক্ষেপগুলোকে সর্বাত্মক সমর্থন দেওয়া হবে।
-
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের “গণহত্যামূলক যুদ্ধ” কখনো সফল হবে না।
-
ইসরায়েল বারবার শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান করে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে, যা গোটা অঞ্চলকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলছে।
কাতারের অবস্থান
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি বলেন, “এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। ইসরায়েল অবশ্যই বুঝতে হবে, ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা সফল হবে না।”
প্রেক্ষাপট
গত সপ্তাহে আকাশসীমা লঙ্ঘন করে ইসরায়েল দোহায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল হামাস নেতারা। এ ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলো কাতারের প্রতি সংহতি জানিয়েছে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।