মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

প্রতিরোধ পর্ষদের প্রচারাভিযান

বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে প্রতিরোধ পর্ষদ তাদের প্রচার কার্যক্রম শুরু করে। এতে উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং এজিএস প্রার্থী মো. জাবির আহমেদ জুবেল। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা সমাজবিজ্ঞান অনুষদের সামনে গণসংযোগে অংশ নেন। পরবর্তী সময়ে কার্জন হল এলাকায়ও প্রচারণা চালানোর কথা রয়েছে।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের কার্যক্রম

একই দিনে দুপুরে জগন্নাথ হলের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য তাদের প্রচার শুরু করে। এতে উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা, জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া এবং প্যানেলের অন্যান্য সদস্যরা।

সমন্বিত শিক্ষার্থী সংসদ ও অন্যান্য প্রার্থী

সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে একটি স্বতন্ত্র প্যানেলও সকালে ক্যাম্পাস এলাকায় প্রচারণা চালায়। এই প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়েছেন মো. জামাল উদ্দীন খালিদ।

এ ছাড়া দুপুরে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচার শুরু করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী, ক্রীড়া সম্পাদক প্রার্থী জহিন ফেরদৌস জামি ও স্বতন্ত্র সদস্য প্রার্থী সরদার নাদিম মাহমুদ শুভ।

প্রশাসনের সঙ্গে বৈঠক

তবে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রার্থীদের বৈঠক থাকায় কিছু সময়ের জন্য প্রচার কার্যক্রমে বিরতি দেওয়া হয়। বৈঠক শেষে বিকেল থেকে আবারও প্রচার চালানোর কথা রয়েছে।

👉 উল্লেখযোগ্য বিষয়: এবারের নির্বাচনে নারী প্রার্থীদের সুরক্ষা নিশ্চিতে ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠনের দাবি তুলেছেন বিভিন্ন পক্ষ।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version