শুক্রবার, ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা

নেপালে টানা তিন দিনের অস্থির পরিস্থিতিতে হোটেলবন্দী থাকার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন তারা। একই ফ্লাইটে ফিরছেন ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দল ফেরার পর বিকেল ৩টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

নেপালের অস্থির পরিস্থিতি

  • সোমবার থেকে বুধবার পর্যন্ত নেপালে সহিংস বিক্ষোভ হয়।

  • সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং সরকারের দুর্নীতি–অব্যবস্থাপনার প্রতিবাদে রাজপথে নামে হাজারো মানুষ।

  • আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন ১৯ জন, আহত হন কয়েক শ মানুষ।

  • বিক্ষোভের মুখে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

  • নিরাপত্তাজনিত কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়।

বাংলাদেশ দলের অবস্থা

৩ সেপ্টেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম প্রীতি ম্যাচ নির্বিঘ্নে গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচের আগেই সহিংসতা শুরু হয়। সোমবার অনুশীলনে নামার কথা থাকলেও হোটেলের বাইরে বের হতে পারেননি খেলোয়াড়রা। রাতেই অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) দ্বিতীয় ম্যাচ স্থগিত ঘোষণা করে।

পরিস্থিতি খারাপ হতে থাকায় বাংলাদেশ দল চাইছিল একদিন আগেই দেশে ফিরতে। তবে বিমানবন্দর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যায় বিমানবন্দর খোলার পর অবশেষে আজ ৩২ জনের বহর নিয়ে বিশেষ ফ্লাইটে ফিরছেন ফুটবলাররা।

সামনে আসছে এশিয়ান কাপ মিশন

দেশে ফেরার পর ফুটবলাররা প্রস্তুতি নেবেন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের জন্য। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি হবে ১৪ অক্টোবর হংকংয়ে।

👉 এশিয়ান কাপের চ্যালেঞ্জ সামনে রেখে নিরাপদে দেশে ফেরা বাংলাদেশ দলের জন্য ইতিবাচক খবর হয়ে এল।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version