শনিবার, ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে হলগুলোতে এসেছে মিশ্র ফলাফল। শনিবার রাতে জাকসুর (জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ) ফলাফল ঘোষণার সময়ই হলগুলোর ফলাফল ঘোষণা করা হলেও আনুষ্ঠানিক কাগজপত্র সংবাদকর্মীদের কাছে পৌঁছায় রবিবার গভীর রাতে।

নির্বাচনি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, কয়েকটি হলে সম্পাদকীয় পদে ভোটের হেরফেরের কারণে চূড়ান্ত ফলাফল প্রকাশে দেরি হয়েছে।

জাকসুর ফলাফল

  • জাকসুর ১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টিতে জয়ী হয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট

  • ভিপিসহ তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, আরেকটি পদে জয়ী হয়েছেন বাগছাস প্রার্থী।

  • স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ভিপি পদে জয় পান।

  • ইসলামী ছাত্র শিবিরের মো. মাজহারুল ইসলাম জিএস এবং এজিএস পদে তাদের দুই প্রার্থী জয়ী হন।

অনিয়ম ও বর্জন

নির্বাচন চলাকালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ তুলে ছাত্রদল, বামপন্থি সংগঠনসহ অন্তত পাঁচটি প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। দুজন নির্বাচন কমিশনার এবং দায়িত্বে থাকা তিনজন শিক্ষকও নির্বাচন থেকে সরে দাঁড়ান।

হলে হলে ফলাফল: স্বতন্ত্র ও বিদ্রোহীদের অগ্রাধিকার

হল সংসদে কোনো সংগঠনই পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। ইসলামী ছাত্র শিবির সরাসরি হলে প্যানেল না দিলেও তাদের অনুসারীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। অপরদিকে ছাত্রদল হলে হলে প্যানেল দিয়েছে; বিদ্রোহী প্রার্থী হিসেবেও অনেককে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গেছে।

ফলে হল সংসদ নির্বাচনে দেখা গেছে মিশ্র চিত্র—

  • কিছু হলে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন।

  • আবার কিছু হলে কোনো সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নন, এমন প্রার্থীরাও নির্বাচিত হয়েছেন।

এক প্রাক্তন ছাত্রনেতা বলেন, “হল সংসদে শিক্ষার্থীরা মূলত পরিচিত মুখকে ভোট দেন। সংগঠনের চেয়ে ব্যক্তিগত সম্পর্ক এখানে বেশি গুরুত্ব পায়।”

হলভিত্তিক নির্বাচিত ভিপি-জিএস

  • আল বেরুনী হল: ভিপি রিফাত আহমেদ শাকিল, জিএস মোহাম্মদ মুনতাসীর বিল্লাহ খান অর্পন।

  • ১০ নম্বর ছাত্র হল: ভিপি মো. আসিফ মিয়া, জিএস মো. মেহেদী হাসান।

  • ২১ নম্বর ছাত্র হল: ভিপি ইবনে সিহাব, জিএস মো. ওয়ালী উল্লাহ আল মাহদী।

  • আ ফ ম কামাল উদ্দিন হল: ভিপি জি এম এম রায়হান কবির, জিএস আবরার শাহরিয়ার।

  • বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল: ভিপি অমিত কুমার বণিক, জিএস মো. মাহমুদুল হাসান ইমন।

  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: ভিপি মো. রাকিবুল ইসলাম, জিএস আলী আহাম্মদ।

  • মওলানা ভাসানী হল: ভিপি আব্দুল হাই স্বপন, জিএস হৃদয় পোদ্দার।

  • মীর মশাররফ হোসেন হল: ভিপি খালেদ জুবায়ের শাবাব, জিএস শাহরিয়া নাজিম রিয়াদ।

  • শহীদ রফিক-জব্বার হল: ভিপি মো. মেহেদি হাসান, জিএস শরিফুল ইসলাম।

  • শহীদ সালাম-বরকত হল: ভিপি মারুফ হোসেন, জিএস মো. মাসুদ রানা।

  • শহীদ তাজউদ্দীন আহমদ হল: ভিপি মো. সিফাতুল্লাহ, জিএস মো. মাহমুদুল হাসান শাকিব।

ছাত্রী হলগুলো

  • ১৩ নম্বর হল: ভিপি নাহদাতুন হাসানা, জিএস মুহসিনা তুবা।

  • ১৫ নম্বর হল: ভিপি মোছা. শারমিন খাতুন, জিএস মেহনাজ মোহনা।

  • নওয়াব ফয়জুন্নেসা হল: ভিপি বুবলি আহমেদ, জিএস সুমাইয়া খানম।

  • প্রীতিলতা হল: ভিপি সুমাইয়া আক্তার মিথি, জিএস ইখফা রহমান।

  • ফজিলতুন্নেসা হল: ভিপি ঐশী তাবাসসুম, জিএস ফারজানা তাবাসসুম রূপা।

  • বীরপ্রতীক তারামন বিবি হল: ভিপি ফারজানা আক্তার উর্মি, জিএস প্রিয়াংকা কর্মকার পিয়া।

  • বেগম খালেদা জিয়া হল: ভিপি ফারহানা রহমান রিথী, জিএস ফাতিমা তুজ জহুরা।

  • বেগম সুফিয়া কামাল হল: ভিপি জান্নাতুন নাইম জেরিন, জিএস রুবিনা জাহান তিথি।

  • রোকেয়া হল: ভিপি তাসনিম খন্দকার, জিএস নাবিলা মাহজাবিন।

  • জাহানারা ইমাম হল: ভিপি মোছা. মাহমুদা খাতুন, জিএস রিজওয়ানা বুশরা।

বিশ্লেষণ

এই ফলাফল স্পষ্ট করেছে যে, জাকসুতে সমন্বিত শিক্ষার্থী জোট এগিয়ে থাকলেও হলে হলে ফলাফল মূলত ব্যক্তিগত জনপ্রিয়তা ও ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের অনুসারী, ছাত্রদলের বিদ্রোহী প্রার্থী এবং স্বাধীন প্রতিদ্বন্দ্বীরা যথেষ্ট প্রভাব বিস্তার করতে পেরেছেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version