শুক্রবার, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আয়োজিত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি সোমবার দুপুরে সহিংস রূপ নেয়। বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় সাংবাদিকদের ওপর চড়াও হয়ে তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।

ঘটনাপ্রবাহ

  • প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সোয়া ১টার মধ্যে ভাঙ্গা উপজেলা ঘিরে হামলা শুরু হয়।

  • আন্দোলনকারীরা ভাঙ্গা থানা প্রাঙ্গণে প্রবেশ করে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

  • ভাঙ্গা উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করা হয়।

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অল্পসংখ্যক পুলিশ সদস্য চেষ্টা চালালেও বিক্ষোভকারীদের ধাওয়ার মুখে তাঁরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নিয়ে পরে থানায় ফিরে যান।

সাংবাদিকদের ওপর হামলা

এক গণমাধ্যমকর্মী জানান, ঘটনার ছবি ও ভিডিও ধারণ করার সময় বিক্ষোভকারীরা তাঁদের দিকে তেড়ে আসেন। সাংবাদিকদের ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। হামলার পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান।

লং মার্চ থেকে সহিংসতায়

ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে শুরু হওয়া ‘লং মার্চ টু ভাঙ্গা’ দুপুর ১২টার দিকে গোলচত্বর এলাকায় পৌঁছালে বিক্ষোভকারীরা আশপাশের এলাকায় নিয়ন্ত্রণ নেয়। তাঁদের হাতে লাঠি দেখা গেছে।

যান চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

অবরোধ ও সহিংসতায় ঢাকা-খুলনা এবং ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

প্রশাসনের অবস্থান

ঘটনার বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভাঙ্গা সার্কেল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version