মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ:
২০ অক্টোবর ২০২৫, সোমবার

নিজস্ব প্রতিবেদক | প্রবাস বুলেটিন

বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা নবম দিনের মতো রাজধানীর শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। সোমবার সকালেও শত শত শিক্ষক-কর্মচারী ‘২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা’ এবং ‘শিক্ষা জাতীয়করণ’-এর দাবিতে স্লোগান দিতে দিতে সমবেত হন।

আন্দোলনের দাবিগুলো:

  • মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ

  • চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা

  • এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করা

  • সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ

আন্দোলনের প্রেক্ষাপট:

১২ অক্টোবর থেকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই আন্দোলন শুরু হয়। পরবর্তীতে ১৭ অক্টোবর থেকে জাতীয়করণের দাবি যুক্ত করা হয়। বর্তমানে প্রায় একশজন শিক্ষক-কর্মচারী আমরণ অনশন করছেন বলে জানিয়েছে জোটের নেতারা।

সোমবার সকালে জোটের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ্ রাজু বলেন,

“আমরা আগামী দুইদিন সময় দিচ্ছি। আশা করি, সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টির দ্রুত সুরাহা হবে। শিক্ষা উপদেষ্টার ওপর এখন আর শিক্ষকরা আস্থা রাখছেন না—আমরা চাই অর্থ উপদেষ্টা বা উচ্চ পর্যায়ের কেউ সিদ্ধান্ত নিন।”

সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত ও শিক্ষকদের অবস্থান:

রোববার সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ অথবা ন্যূনতম ২ হাজার টাকা নির্ধারণ করেছে। তবে আন্দোলনরত শিক্ষকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন।
হাবিবুল্লাহ্ রাজু বলেন,

“আমরা ৫ শতাংশ বা ২ হাজার টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমাদের একটাই দাবি—২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনার ছাড়ব না, ক্লাসও শুরু হবে না।”

সংহতি ও রাজনৈতিক প্রতিক্রিয়া:

  • বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্দোলনস্থলে আসার প্রস্তুতি নিয়েছে।

  • সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল।

  • এছাড়া ডাকসু, জাকসু, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরাও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

প্রেক্ষাপট বিশ্লেষণ:

এর আগে ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ১,৫০০ টাকা এবং বাড়ি ভাড়া ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করে। পরে ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া আরও বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। তবে আন্দোলনরত শিক্ষকরা বলেন, প্রস্তাবের এসব পরিবর্তন “অযৌক্তিকভাবে সামান্য” এবং “দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়”।

উপসংহার:

সরকারি সিদ্ধান্তে আংশিক স্বস্তি এলেও আন্দোলনরত শিক্ষকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগ এখন শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পথ খুঁজছে বলে জানা গেছে।

— প্রবাস বুলেটিন সংবাদ ডেস্ক

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version