প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ডাকসুর এক নেতার একজন প্রবীণ ব্যক্তিকে লাঠি হাতে শাসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা লাঠি হাতে ওই ব্যক্তিকে ধমক দিচ্ছেন এবং ক্যাম্পাস থেকে চলে যেতে বলছেন।
এ সময় প্রক্টরিয়াল টিমের একজন সদস্য ওই ব্যক্তির ব্যাগে লাঠি দিয়ে কয়েকবার আঘাত করছেন বলেও ভিডিওতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা–সমালোচনার জন্ম দেয়।
ভিডিওতে যা দেখা গেছে
ভাইরাল ভিডিওটিতে সর্বমিত্র চাকমাকে দেখা যায়, এক প্রবীণ ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, “চলে যান এখান থেকে, বারবার বলছি।” পাশে থাকা প্রক্টরিয়াল টিমের সদস্য লাঠি দিয়ে ওই ব্যক্তির ব্যাগে আঘাত করেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শিক্ষার্থীও বিষয়টি প্রত্যক্ষ করেন।
সর্বমিত্র চাকমার ব্যাখ্যা
বিতর্কের মুখে নিজের ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা লেখেন,
“যে বৃদ্ধ লোকটিকে ভিডিওতে দেখা গেছে, আমি তাকে প্রতিদিন রাতেই মেট্রো স্টেশন এলাকা থেকে তুলছি। উনি নিয়মিত ক্যাম্পাসে থাকেন, মাদকাসক্ত এবং একাধিকবার গাঁজা রাখতে দেখা গেছে। তাদের ক্যাম্পাস ছাড়াতে ভয় না দেখালে ওঠানো যায় না।”
তিনি আরও দাবি করেন, ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের স্বার্থে তিনি এমনটি করেছেন।
ডাকসুর সমাজসেবা সম্পাদকের প্রতিক্রিয়া
ঘটনা নিয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের ফেসবুকে লিখেছেন,
“ওই প্রবীণ ব্যক্তি ক্যাম্পাস এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে সর্বমিত্রের লাঠি হাতে শাসানোর ঘটনাটি অনুপযুক্ত। প্রক্টরিয়াল টিমের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিলেই ভালো হতো।”
সমালোচনা ও প্রতিক্রিয়া
ঘটনার সমালোচনা করেছেন ছাত্রদলের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহিম হোসেন। তিনি লিখেছেন,
“বাবা, তুমি একটু শান্ত হও, তার হাঁটুর বয়সও হয়নি তোমার। ক্ষমতা পাইছ, তাই বলে অপব্যবহার করবে? সেদিন ছবি তোলা নিয়ে জ্ঞান দিয়েছিলে, আজকে নিজেই ভিডিওতে ধরা খেলে।”
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মতামত দেখা গেছে—
-
কেউ কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবীণ ব্যক্তির সঙ্গে এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন,
-
আবার কেউ বলেছেন, “মাদকমুক্ত ক্যাম্পাস বজায় রাখতে কঠোর অবস্থান নেওয়া দরকার।”
প্রশাসনের অবস্থান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল সূত্র জানিয়েছে, ভিডিওটি তারা অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের সিদ্ধান্ত নিতে পারে।
সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যম, ডাকসু, প্রক্টরিয়াল টিম ও প্রত্যক্ষদর্শীরা

