বুধবার, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: ২৩ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার | প্রবাস বুলেটিন ডেস্ক

রাজধানীর ফার্মগেটে নিরাপদ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখাসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ফার্মগেট থেকে তেজগাঁও রেলক্রসিং পর্যন্ত হলি ক্রস গার্লস হাইস্কুল রোডে এ কর্মসূচি পালন করা হয়।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেট ব্যানারে আয়োজিত এই আন্দোলনে তেজগাঁও কলেজ, তেজগাঁও বিজ্ঞান কলেজ, হলি ক্রস কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আন্দোলন

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার রাতে হলি ক্রস কলেজের সামনে ট্রাকচাপায় সিফাত নামে এক শিক্ষার্থী নিহত হন। তাঁরা অভিযোগ করেন, প্রশাসনের উদাসীনতা এবং ফুটপাত দখলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

“ফুটপাত দখলমুক্ত থাকলে সিফাত আজ বেঁচে থাকত,” বলেন তেজগাঁও বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল।

তিনি আরও বলেন,

“আমরা চাই স্কুল-কলেজসংলগ্ন রাস্তায় তাৎক্ষণিকভাবে স্পিড ব্রেকার বসানো হোক, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট স্থাপন করা হোক এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনা হোক।”

সড়ক অবরোধ ও যান চলাচল বন্ধ

বেলা আড়াইটার দিকে দেখা যায়, তেজগাঁও কলেজ ও তেজগাঁও বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা হলি ক্রস কলেজ রোডে বেঞ্চ বসিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন। ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

আন্দোলনকারী শিক্ষার্থীরা তাঁদের পাঁচ দফা দাবি তুলে ধরেন—

১️⃣  সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে অবিলম্বে তিনটি স্পিড ব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।
২️⃣  ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরেদের স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
৩️⃣  পার্কিং আইন কার্যকর: ‘নো পার্কিং জোন’ কঠোরভাবে বাস্তবায়ন করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে।
৪️⃣ যানবাহন নিয়ন্ত্রণ: রেলক্রসিং থেকে গির্জা পর্যন্ত রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৫️⃣  বর্জ্য ব্যবস্থাপনা: নিয়মিত ও কার্যকর বর্জ্য অপসারণ নিশ্চিত করে সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

পুলিশ ও প্রশাসনের অবস্থান

পুলিশ জানায়, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে তারা মাঠে রয়েছে এবং প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

উপসংহার

সড়ক অবরোধের কারণে ফার্মগেট এলাকায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস না পেলে আন্দোলন আরও বর্ধিত করা হবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version