প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, রোববার
গাজার ওপর আন্তর্জাতিক ট্রাস্টি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনবিরোধী ও উপনিবেশবাদী মনোভাবের প্রতিফলন হিসেবে আখ্যা দিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক রালফ ওয়াইল্ড।
ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট আই-এ প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে তিনি বলেন, “গাজার জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নেওয়া হবে, যদি এই শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।”
🔹 টনি ব্লেয়ার ও ‘বেআইনি বৈশ্বিক অভিযান’
অধ্যাপক ওয়াইল্ড উল্লেখ করেন, দুই দশকের বেশি আগে—২০০৩ সালে ইরাক যুদ্ধের আগেও—তিনি ও অন্যান্য আন্তর্জাতিক আইনবিদ তৎকালীন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে সতর্ক করেছিলেন যে, ইরাকে সামরিক অভিযান আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ হবে।
এবারও একই ধরনের ভুল পুনরাবৃত্তির আশঙ্কা করছেন তিনি। তাঁর মতে, “গাজার ওপর প্রস্তাবিত আন্তর্জাতিক ট্রাস্টি প্রশাসন আরেকটি বৈশ্বিক বেআইনি অভিযানের ইঙ্গিত দিচ্ছে—যার নেতৃত্বে থাকতে পারেন টনি ব্লেয়ার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে।”
🔹 ট্রাস্টি–শিপ ধারণা: আধুনিক উপনিবেশবাদের রূপ
ওয়াইল্ডের ভাষায়, গাজার ওপর ট্রাস্টি–শিপ মানে “ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারত্বকে এক রকম বৈধতা দেওয়া।”
তিনি ব্যাখ্যা করেন, ট্রাস্টি–শিপ মূলত এমন এক ধারণা, যেখানে কিছু জনগণকে ‘শিশুসদৃশ’ এবং কিছু জাতিকে ‘প্রাপ্তবয়স্ক’ হিসেবে দেখা হয়—প্রাপ্তবয়স্করা শিশুসদৃশ জনগণের জন্য অভিভাবকত্ব পালন করবে।
“এই মডেলটি গভীরভাবে বর্ণবাদী ও ঔপনিবেশিক,” বলেন ওয়াইল্ড। “এটি সেই ইউরোপীয় মানসিকতার ধারাবাহিকতা, যেখানে আফ্রিকা ও এশিয়ার জনগণকে শাসন করার জন্য তথাকথিত সভ্যতার অজুহাত তৈরি করা হয়েছিল।”
🔹 আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়
অধ্যাপক ওয়াইল্ড গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আরব লিগের পক্ষে যুক্তি উপস্থাপন করেন, যেখানে তিনি বলেন—ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার অখণ্ড ও শর্তহীন।
আইসিজেও সেই অবস্থানকে সমর্থন করে রায়ে উল্লেখ করে, “যেকোনো ধরনের বিদেশি প্রশাসন, তা যত মানবিক বা অস্থায়ী হোক না কেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার লঙ্ঘন করে।”
তাই তাঁর মতে, “একটি নির্যাতনমূলক দখলদার শক্তিকে সরিয়ে আরেকটি ট্রাস্টি প্রশাসন বসানো আত্মনিয়ন্ত্রণ নয়; এটি অবৈধ।”
🔹 “গাজার জনগণ প্রাপ্তবয়স্ক, অভিভাবক নয়”
রালফ ওয়াইল্ডের ভাষায়,
“আজকের পৃথিবীতে আর কোনো জনগণ ‘শিশুসদৃশ’ নয়। সবাই সমান, সবাই স্বাধীনতার যোগ্য। গাজার জনগণকেও সেই মর্যাদা দিতে হবে।”
তিনি আরও বলেন, ট্রাস্টি শাসনব্যবস্থা সাময়িক বলা হলেও ইতিহাস বলছে, এমন ব্যবস্থা দীর্ঘস্থায়ী উপনিবেশে পরিণত হয়। এটি আন্তর্জাতিক মানবাধিকারের মূল চেতনার পরিপন্থী।
📍 লেখক: রালফ ওয়াইল্ড, অধ্যাপক, আন্তর্জাতিক আইন বিভাগ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন
📰 সূত্র: মিডল ইস্ট আই

