বৃহস্পতিবার, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য তিমুর–লেস্তে (Timor-Leste) ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এখন থেকে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা একে অপরের দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


চুক্তির গুরুত্ব

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও তিমুর–লেস্তের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দুই দেশের মধ্যে সরকার–পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে এই চুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তঃদেশীয় কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে ধাপে ধাপে ভিসা অব্যাহতি চুক্তি করছে।


এখন পর্যন্ত মোট ২৯টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি

সরকারি তথ্যমতে, বর্তমানে বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীরা বিশ্বের ২৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

এই তালিকায় রয়েছে—

  • এশিয়ার ২১টি দেশ,

  • ইউরোপের ৪টি দেশ,

  • আফ্রিকার ১টি দেশ,

  • এবং আমেরিকার ৩টি দেশ।

নতুন এই চুক্তি যুক্ত হওয়ায় বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ ও দ্রুত হবে, যা বৈদেশিক সম্পর্ক সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।


সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version