বৃহস্পতিবার, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ঢাকা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তিন দফা দাবিতে আন্দোলনরত বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুরে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে অগ্রসর হলে তাদের ওপর সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সাবিকুন্নাহার লিপি ঘটনাস্থল থেকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। ঘণ্টাখানেক পর দুপুর দেড়টার দিকে তারা মিছিল নিয়ে যমুনার দিকে যাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের আটকে দেয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে।

পরে শিক্ষার্থীরা আবারও অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে। এতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে শাহবাগ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনও কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি

আন্দোলনরত শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করেছেন—

  • নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।

  • দশম গ্রেডে ডিপ্লোমাধারীদের পাশাপাশি উচ্চ ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ দেওয়া।

  • কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীরাই যেন প্রকৌশলী (Engineer) পরিচয় ব্যবহার করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।

পটভূমি

এর আগে মঙ্গলবারও বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবরোধ ও মিছিল করেন। আর রোববার রাতে সাবেক এক শিক্ষার্থীকে ‘হুমকি ও মারধরের’ অভিযোগে আন্দোলনকারীরা যমুনার উদ্দেশে যাত্রা করলে পুলিশ তাদের ইন্টারকন্টিনেন্টালের সামনে আটকে দেয়। সেখানেও টানা তিন ঘণ্টা বিক্ষোভ হয়।

আজকের আন্দোলনের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা।


👉 প্রবাসী সমাজ ও শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কিত সর্বশেষ আপডেট জানতে প্রবাস বুলেটিনের সঙ্গে থাকুন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version