রবিবার, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার–প্রচারণা এখন তুঙ্গে। তবে আচরণবিধির কড়াকড়ির কারণে প্রচারে ভিন্নমাত্রা আনতে অভিনব কৌশল অবলম্বন করছেন অনেকে। ভোটারদের মনে রাখতে এবং নাম–ব্যালট নম্বর ছড়িয়ে দিতে এবার প্রচারণার হাতিয়ার হয়েছে টাকার নোট ও মার্কিন ডলারের আদলে তৈরি লিফলেট।

অভিনব কৌশলে আরাফাত হোসেন

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও ডাকসুর কার্যকরী সদস্যপদে প্রার্থী মো. আরাফাত হোসেন (ব্যালট নাম্বার ১৭০) ভোটারদের মনোযোগ কাড়তে ছাপিয়েছেন এক হাজার টাকার নোট আকৃতির লিফলেট

  • সামনের অংশে “বাংলাদেশ ব্যাংক”-এর জায়গায় লেখা হয়েছে “ডাকসু ভোট ব্যাংক”।

  • মূল নোটে “গভর্নরের স্বাক্ষর”-এর জায়গায় লেখা হয়েছে প্রার্থীর নাম।

  • পেছনে জাতীয় সংসদের ছবির বদলে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছবি।

  • লিফলেটের সঙ্গে দেওয়া হয়েছে একটি কিউআর কোড, যা স্ক্যান করলে পাওয়া যাচ্ছে তাঁর নির্বাচনী ইশতেহার।

প্রচার কৌশল সম্পর্কে আরাফাত হোসেন বলেন,

“২১৭ জন প্রার্থীর মধ্যে ভোটাররা সহজে নাম–ব্যালট নম্বর মনে রাখতে পারছেন না। টাকার প্রতি মানুষের আকর্ষণ থাকায় আমি নোটের আদলে লিফলেট করেছি। এতে ব্যাপক সাড়া পাচ্ছি।”

এক ডলারের প্রচারণায় নাইমুর রহমান

অন্যদিকে, স্যার এ এফ রহমান হল সংসদে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী নাইমুর রহমান (ব্যালট নাম্বার ১) এক ডলারের আকৃতির লিফলেট ছাপিয়ে প্রচার চালাচ্ছেন।

  • চার কোনায় লেখা ব্যালট নাম্বার “১”।

  • মাঝখানে লেখা “আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন–২০২৫”।

  • কিউআর কোড স্ক্যান করলে পাওয়া যাচ্ছে প্রার্থীর ফেসবুক আইডি।

নাইমুর রহমান বলেন,

“প্রচলিত লিফলেট ভোটাররা গুরুত্ব দিচ্ছেন না। তাই ভিন্ন কিছু করার চিন্তা থেকে ডলারের আদলে লিফলেট করেছি। এতে ভোটারদের মধ্যে সাড়া পাচ্ছি, নিজেরাই এসে সংগ্রহ করছেন।”

আচরণবিধি লঙ্ঘন নয়

এ ধরনের প্রচার আচরণবিধি লঙ্ঘন কি না জানতে চাইলে ডাকসু নির্বাচনের আচরণবিধি টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী জানান—

“নির্বাচনের আচরণবিধিমালায় এর কোনো বাধা নেই।”

ভোট ৯ সেপ্টেম্বর

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে ৬২ জন নারী প্রার্থী। সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবচেয়ে বেশি ২১৭ জন। এছাড়া ১৮টি হলে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,০৩৫ জন প্রার্থী

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version