সোমবার, ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে সেনাবাহিনী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—

  • আসন্ন বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই।

  • বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।

  • এর আগেও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি পরিষ্কার করা হয়েছে।

তবে সেনাবাহিনী জানিয়েছে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে, যা নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা।

পোস্টে আরও বলা হয়, সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

এছাড়া প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনাও জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version