বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জয়ের পর দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচির কথা জানান।

ঘোষিত কর্মসূচি

  • শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল

  • শব্বেদারি (নৈশ ইবাদত)

  • শহীদদের কবর জিয়ারত

  • শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কর্মসূচি বাস্তবায়নে শিবিরের সব মহানগর, শহর, বিশ্ববিদ্যালয় ও জেলা শাখাকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে সংগঠনটি স্পষ্ট করে দিয়েছে—আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি আয়োজন করা হবে না।

শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জয়লাভের পর কৃতজ্ঞতা প্রকাশ ও আত্মশুদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে সংগঠনটি নির্বাচনী সাফল্যকে স্মরণ করবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version