সোমবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ১৩৪ ঘণ্টা অনশন শেষে অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভাঙেন।

অনশন ভাঙার পরপরই তাকে একটি অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছে তিনি জানান, তার আন্দোলন ও লড়াই থামবে না, বরং নতুনভাবে এগিয়ে যাবে।

তারেকের বার্তা:
হাসপাতালের বিছানায় বসেই নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন মো. তারেক রহমান। ভিডিওতে দেখা যায়, তিনি একটি চেয়ারে বসে ডাবের পানি পান করছেন।

ভিডিওর বর্ণনায় তিনি লিখেছেন—

“আল্লাহর নিয়ামত গ্রহণ করছি। লড়াই শেষ করছি না। বাংলাদেশ ভালোবাসি, আপনাদের ভালোবাসি। ৭১ ভালোবাসি, ২৪ আমার লড়াই।”

পটভূমি:
আমজনতার দলের এই নেতা সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দাবিতে টানা অনশন কর্মসূচি পালন করে আসছিলেন। তার অনশন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

শেষ কথা:
দীর্ঘ সময়ের অনশন শেষে চিকিৎসা নিচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, শারীরিকভাবে দুর্বল হলেও তিনি দ্রুত সুস্থ হয়ে রাজনৈতিক কর্মসূচিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version