রবিবার, ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | রোববার, ২৩ আগস্ট ২০২৫

তেজগাঁও শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানা বিনা নোটিশে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রোববার সকাল থেকে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধের পর মালিকপক্ষের সঙ্গে বৈঠকের আশ্বাসে তারা সড়ক থেকে সরে দাঁড়ান।

🔹 সকাল ১০টার পর থেকে ‘পশ’ নামের কারখানার শ্রমিকরা তেজগাঁওয়ের তিব্বত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় ভয়াবহ যানজট তৈরি হয়।

🔹 তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন জানান, বিনা নোটিশে কারখানা বন্ধ করায় শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসেন। তারা নিয়মমাফিক দেনাপাওনা পরিশোধ ছাড়া কারখানা বন্ধ মেনে নেবেন না বলে সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান।

🔹 দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। ট্রাফিক পুলিশের গুলশান বিভাগ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে বিকল্প রুট ব্যবহার করতে চালকদের পরামর্শ দেয়।

🔹 অবশেষে দুপুর পৌনে ২টার দিকে শ্রমিকরা আশ্বাস পান যে মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের নিয়ে বেলা ৩টার দিকে বৈঠক হবে। এর পরেই তারা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান নেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। তবে শ্রমিকদের পাওনা পরিশোধ ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে মালিকপক্ষের সিদ্ধান্ত বৈঠকের মাধ্যমে চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version