সোমবার, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক

সিলেটে জেলা প্রশাসনের কঠোর হুঁশিয়ারির পর লুটকৃত সাদাপাথর স্বেচ্ছায় ফেরত দেওয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। গত ২৪ ঘণ্টায় স্বেচ্ছায় ফেরত ও অভিযানে জব্দ মিলিয়ে মোট ২ লাখ ৬০ হাজার ঘনফুট পাথর সাদাপাথর এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে।

ফেরত ও জব্দ অভিযান

শনিবার গভীর রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সিলেট সদর উপজেলার ধোপাগুলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় প্রশাসন।

  • ধোপাগুলের একটি ক্রাসার মিল থেকে ৫০ হাজার ঘনফুট এবং আরেকটি থেকে ১০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

  • এ ছাড়া সাতটি ট্রাকভর্তি ভাঙা পাথর জব্দ করা হয়েছে, যার পরিমাণ এখনো পরিমাপ হয়নি।

  • শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ীরা নিজের খরচে ১০০টি ট্রাকে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপন করেছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ সারমিন জানান, রবিবার রাতের মধ্যেই বাকি ১০ হাজার ঘনফুট পাথরও প্রতিস্থাপন সম্পন্ন হবে।

ব্যবসায়ীদের স্বেচ্ছায় ফেরত

লুটকৃত পাথর ফেরত দিতে সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। তার এই কঠোর নির্দেশনার পর শনিবার রাত থেকেই স্বেচ্ছায় ফেরত শুরু হয়।

ব্যবসায়ীরা ট্রাক ও ট্রলি দিয়ে পাথর ভোলাগঞ্জে নিয়ে যান। সেখান থেকে নৌকায় করে ধলাই নদী ও সাদাপাথর পর্যটন এলাকায় প্রতিস্থাপন করা হচ্ছে।

ডিসি মো. সারওয়ার আলম বলেন, “রবিবার সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। এর মধ্যে কোম্পানীগঞ্জ থেকে ২০ ট্রাক এবং সিলেট সদর থেকে ৮ ট্রাক পাথর এসেছে।”

আসছে চিরুনি অভিযান

ডিসি আরও জানান, মঙ্গলবার থেকে সিলেটজুড়ে চিরুনি অভিযান শুরু হবে। “যেখানে যার কাছে লুটকৃত পাথর পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”


👉 সিলেটে পাথর লুট ও প্রশাসনের অভিযান সংক্রান্ত আরও খবর জানতে আমাদের সঙ্গে থাকুন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version