প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে দুটি মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এর ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অন্তত ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে হাজারো যাত্রী ও চালক চরম দুর্ভোগে পড়েছেন।
অবরোধ ও যানজট পরিস্থিতি
-
সকাল সোয়া আটটার দিকে অবরোধ শুরু হয়।
-
ঢাকা-বরিশাল মহাসড়কে পুকুরিয়া ও মাধবপুর বাসস্ট্যান্ডে, আর ঢাকা-খুলনা মহাসড়কে মুনসুরাবাদ ও সুয়াদী এলাকায় অবরোধকারীরা অবস্থান নেন।
-
টায়ারে আগুন দেওয়া, বাঁশ-কাঠ ও আসবাব ফেলে সড়ক অবরোধ করা হয়।
-
ঢাকা-বরিশাল মহাসড়কে তালমার মোড় থেকে পুকুরিয়া পর্যন্ত ১২ কিমি ও ভাঙ্গা দক্ষিণপাড় থেকে টেকেরহাট পর্যন্ত ৩ কিমি যানজট হয়।
-
ঢাকা-খুলনা মহাসড়কে মিলিগ্রাম থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ কিমি এবং সুয়াদী থেকে জয় বাংলা মোড় পর্যন্ত ২ কিমি যানজট সৃষ্টি হয়।
সব মিলিয়ে প্রায় ২৩ কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
যাত্রীদের দুর্ভোগ
-
ফরিদপুর শহর থেকে স্কুলে যাওয়ার পথে তালমার মোড়ে আটকা পড়েন শিক্ষার্থী নুরজাহান বেগম। তিনি বলেন,
“জানি না কখন স্কুলে পৌঁছাতে পারব। তবে ভাঙ্গাবাসীর যৌক্তিক দাবিকে আমরা সমর্থন করি।”
-
নওপাড়া এলাকায় আটকা পড়েন বরিশালগামী যাত্রী রুস্তম শেখ (৪৩)। তিনি জানান,
“তিন ঘণ্টা ধরে বসে আছি। কখন বাস ছাড়বে, কিছুই বুঝতে পারছি না।”
-
বগাইল এলাকায় যশোরগামী সুমন শেখ (৩৯) বলেন,
“ঢাকা থেকে ভালোই এসেছিলাম, কিন্তু ভাঙ্গায় এসে আটকা পড়েছি। জানি না কখন ছাড়বে।”
পুলিশের অবস্থান
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন,
“মহাসড়ক সব দিক থেকে আটকে দেওয়ায় চারদিকে যানজট হয়েছে। সড়কে গাছের গুঁড়ি ফেলা হয়েছে, টায়ারে আগুন জ্বালানো হয়েছে। আমাদের পুলিশের গাড়িও এগোতে সমস্যা হচ্ছে। পরিষ্কার করার চেষ্টা চলছে, কিন্তু অবরোধকারীদের বুঝিয়েও লাভ হচ্ছে না।”
পটভূমি
৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।