সোমবার, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, টোকিও

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতার আহমেদ বলেন, জাপানে বসবাসরত বহু বাংলাদেশির এখনো জাতীয় পরিচয়পত্র নেই। ফলে দেশে বিভিন্ন সেবা গ্রহণে তারা সমস্যার সম্মুখীন হন। এই কার্যক্রমের ফলে এখন থেকে প্রবাসীরা টোকিও দূতাবাস থেকেই এনআইডি-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশন কাজ করছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, “এনআইডি সেবা চালুর মাধ্যমে এখানকার প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।”

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দূতাবাস সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে services.nidw.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। পরবর্তীতে দূতাবাসে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েই সেবা পাওয়া যাবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version