শুক্রবার, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে এক রাতেই ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে সর্বাধিক ৩৭৭ জনই বাংলাদেশি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাংয়ে এই অভিযান পরিচালিত হয়। খবর নিউ স্ট্রেইট টাইমস-এর।

আটককৃতদের জাতীয়তা

  • বাংলাদেশি: ৩৭৭ জন

  • মিয়ানমার: ২৩৫ জন

  • ভারত: ৫৮ জন

  • নেপাল: ৭২ জন

  • ইন্দোনেশিয়া: ১৯ জন

  • অন্যান্য দেশ: ৯ জন

অভিযানের বিস্তারিত

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বুকিত বিনতাং এলাকায় বিদেশিদের অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ ছিল। বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা ও নথির অপব্যবহারসহ নানা কারণে অভিবাসীদের আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া অভিযানে অংশ নেন ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা। এ সময় ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়; তাদের মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ৮৪৫ জন স্থানীয়।

অভিযানের সময় বেশ কয়েকজন দোকানে ও ছাদে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাই ধরা পড়ে। এছাড়া একটি অবৈধ জুয়ার কেন্দ্রও শনাক্ত করা হয়, যেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যেই আট বিদেশিকে জুয়ারত অবস্থায় আটক করা হয়।

আইনগত পদক্ষেপ

আটক ব্যক্তিদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী তদন্ত চলছে।

বাসরি ওথমান বলেন, “এ ধরনের অভিযান চলমান থাকবে। একই সঙ্গে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন করা হবে, যেন নিয়োগকর্তারা অনুমোদিত বিদেশিকর্মী কোটা মেনে চলেন।”

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version