মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া তাঁর সহজ-সরল জীবনধারা ও জীবনমুখী কথাবার্তার জন্য দীর্ঘদিন ধরে নেটিজেনদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। তবে সম্প্রতি টিভি সাংবাদিকদের আচরণে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে রিপন মিয়া লিখেছেন, “আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে ২০১৬ সাল থেকে ৯ বছর ধরে এই অবস্থানে আসতে পেরেছি। আমার দ্বারা কারও কোনো ক্ষতি হয়নি, বরং যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সবসময় সাড়া দিয়েছি।”

তিনি উল্লেখ করেন, “সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের ভালোবাসা যেমন পেয়েছি, তেমনি নানা অপচেষ্টারও শিকার হয়েছি—পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভি সাক্ষাৎকার না দিলে প্রাণনাশের হুমকিও এসেছে।”

রিপন মিয়া আরও জানান, সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তাঁর গ্রামের বাড়িতে গিয়ে অনুমতি ছাড়া পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করেন। এমনকি পরিবারের নারী সদস্যরা ঘরে থাকা অবস্থায়ও তাঁরা অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করেন।

তিনি বলেন, “আমি নিজে শিক্ষিত নই, আমার পরিবারের সদস্যরাও শিক্ষিত নন। তারা কখনো মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে দেখিয়ে ফেসবুকে টাকা আয় করতে চাইনি।”

সাংবাদিকদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রিপন মিয়া লেখেন, “টিভি চ্যানেলের নাম চাইলে প্রকাশ করতে পারতাম, কিন্তু কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। এই ঘৃণ্য কাজ যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে যদি আপনাদের বিবেক না জাগে, তাহলে আমার কিছু বলার নেই।”

পোস্টের শেষে রিপন মিয়া সবাইকে ভালো থাকার প্রার্থনা জানিয়ে নিজের জন্য দোয়া চান।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version