মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: ০৭ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারের অনুমোদন দিয়েছে। এগুলো হলো— ‘নেক্সট টিভি’ এবং ‘লাইভ টিভি’। মঙ্গলবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে।


🔹 অনুমোদনপ্রাপ্ত চ্যানেল ও মালিকানা

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নেক্সট টিভি-এর অনুমোদন দেওয়া হয় গত ২৪ জুন। এটি নিবন্ধিত হয়েছে ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রতিষ্ঠানটির ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেনে।

‘৩৬ মিডিয়া লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক হলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন

অন্যদিকে, ‘লাইভ টিভি’-এর অনুমোদন দেওয়া হয় গত ১৪ জুলাই। এটি নিবন্ধিত ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের মালিকানায়। প্রতিষ্ঠানটির ঠিকানা গুলশান-১ এর ১৪৩ নম্বর সড়কে।

এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা আরিফুর রহমান জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, তবে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেননি বলে জানা গেছে।


🔹 শর্তসাপেক্ষ অনুমোদন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উভয় প্রতিষ্ঠানকেই শর্তসাপেক্ষে সম্প্রচারের অনুমোদন দেওয়া হয়েছে। লাইসেন্স প্রাপ্তির পর তাদেরকে নির্ধারিত প্রযুক্তিগত মান, প্রাথমিক কাঠামো এবং সম্প্রচার নীতিমালা অনুযায়ী পূর্ণাঙ্গ সম্প্রচারের প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

এক কর্মকর্তা জানান, “প্রাথমিক অনুমোদন মানে তারা সম্প্রচারের পথে প্রথম ধাপে প্রবেশ করেছে। এখন তাদেরকে মন্ত্রণালয়ের সব শর্ত পূরণ করে ট্রায়াল সম্প্রচার ও পরবর্তীতে পূর্ণ সম্প্রচারে যেতে হবে।”


🔹 প্রেক্ষাপট

দেশে বর্তমানে ৩০টিরও বেশি বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচারে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই গণমাধ্যম খাতে নতুন বিনিয়োগ ও প্রতিযোগিতার সুযোগ হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক রূপান্তর ও সংস্কার উদ্যোগের প্রেক্ষাপটে নতুন গণমাধ্যমের অনুমোদন তথ্যপ্রবাহের ক্ষেত্রকে আরও গতিশীল করবে।


সূত্র: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ৭ অক্টোবর ২০২৫

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version