প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিবেদক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার টেবিলে মুখোমুখি বসানোর চেষ্টা করছেন তিনি। তবে এ বৈঠকের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই রাশিয়াকে ফের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প— আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠক না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপ করা হতে পারে।
হোয়াইট হাউসে ট্রাম্পের সতর্কবার্তা
শুক্রবার (২২ আগস্ট) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
“আমরা দেখছি বিষয়টা। কেন সমস্যা হচ্ছে, তা আমি বুঝে দেখব। আমি জানি কী করছি। যদি ওরা (রাশিয়া ও ইউক্রেন) বৈঠকে না বসে, তবে কেন বসছে না, সেটিও আমি দেখব। আমি ওদের বলে দিয়েছি আলোচনায় বসতে। কী পদক্ষেপ নিতে হবে, তা আমি দু’সপ্তাহের মধ্যেই ঠিক করব।”
ট্রাম্প আরও বলেন,
“এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে। হয় ব্যাপক নিষেধাজ্ঞা, হয়তো শুল্ক, কিংবা উভয়ই। অথবা আমরা কিছুই করব না এবং বলে দেব— এটি আপনাদের যুদ্ধ।”
সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপ
-
গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।
-
চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাঁর পৃথক বৈঠক হয়।
-
ওই সময় ইউরোপীয় ইউনিয়নের নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকের পর জানা যায়, পুতিন ও জেলেনস্কি উভয়েই দ্বিপাক্ষিক আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন।
-
ট্রাম্পের উপস্থিতিতে একটি সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠক নিয়েও আলোচনা চলছে।
প্রেক্ষাপট
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি। পশ্চিমা দেশগুলোর চাপ এবং ন্যাটোর সামরিক সহায়তা সত্ত্বেও যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রয়েছে। দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা করেছেন, তিনি যেকোনও মূল্যে এ যুদ্ধ বন্ধ করতে চান।
👉 আগামী দুই সপ্তাহের মধ্যে পুতিন-জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা নিয়ে বিশ্ব কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে।