বৃহস্পতিবার, ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: ১৯ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ (১৯ আগস্ট)। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

এর আগে মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ১৮ আগস্ট থাকলেও তা একদিন বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়। শেষদিনে বিভিন্ন ছাত্র সংগঠন ও জোটভুক্ত সংগঠনগুলো নিজেদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে।

মনোনয়ন ও প্যানেলের অবস্থা

  • সর্বপ্রথম পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের সমর্থিত প্যানেলে জায়গা পেয়েছেন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও আলোচিত দৃষ্টিজয়ী শিক্ষার্থীরা।

  • বাম সংগঠনগুলোর সমর্থিত প্রতিরোধ পর্ষদ ইতোমধ্যেই পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে।

  • ছাত্র অধিকার পরিষদ সমর্থিত একাধিক পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

  • গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের শীর্ষ দুই পদে প্রার্থীদের নাম চূড়ান্ত হয়েছে।

  • ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন ও উমামা, আব্দুল কাদের-বাকের, জামালুদ্দিন খালিদ ও মাহিন সরকার নেতৃত্বাধীন কয়েকটি স্বতন্ত্র প্যানেল শেষদিনে ঘোষণা করা হবে।

এছাড়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারসহ একাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

মনোনয়ন সংগ্রহের চিত্র

  • ডাকসুর ২৮টি পদের বিপরীতে এবার মোট ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

  • ১৮টি হলে অনুষ্ঠিতব্য হল সংসদ নির্বাচনের জন্য বিক্রি হয়েছে ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র

হলভিত্তিক মনোনয়ন বিক্রির মধ্যে সর্বাধিক হয়েছে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১১২টি এবং সর্বনিম্ন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩৩টি। উল্লেখযোগ্য অন্যান্য পরিসংখ্যান—

  • সলিমুল্লাহ মুসলিম হল: ৭৩টি

  • জগন্নাথ হল: ৭৪টি

  • ফজলুল হক মুসলিম হল: ৮৬টি

  • শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: ১০০টি

  • রোকেয়া হল: ৫৩টি

  • সূর্যসেন হল: ৯৫টি

  • হাজী মুহম্মদ মুহসীন হল: ৮০টি

  • শামসুন নাহার হল: ৪২টি

  • কবি জসীম উদদীন হল: ১০৬টি

  • মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৯৮টি

  • শেখ মুজিবুর রহমান হল: ৭৯টি

  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: ৩৯টি

  • অমর একুশে হল: ৯১টি

  • কবি সুফিয়া কামাল হল: ৮৮টি

  • বিজয় একাত্তর হল: ৯৬টি

  • স্যার এ এফ রহমান হল: ৮২টি।

নির্বাচনী বিধান

রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তবে শেষ পর্যন্ত কেবল একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকবে। কোনো প্রার্থী যদি অতিরিক্ত মনোনয়ন প্রত্যাহার না করেন, তাহলে তার সব মনোনয়নপত্রই বাতিল বলে গণ্য হবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version