মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: ২৭ অক্টোবর ২০২৫
প্রবাস বুলেটিন ডেস্ক রিপোর্ট

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে বাংলাদেশসহ ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে আগাম ভিসা নিতে হবে।

রোববার (২৭ অক্টোবর) ইউএই কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ ভিসা নীতিতে এ তথ্য জানানো হয়। নতুন এই সিদ্ধান্তের আওতায় দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বহু দেশ রয়েছে।

যেসব দেশের নাগরিকদের আগাম ভিসা নিতে হবে

ইউএই সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, ভিয়েতনাম, তুরস্ক, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, পালাউ, সামোয়া ও টুভালু—এই দেশগুলোর নাগরিকদের ইউএই ভ্রমণের আগে অবশ্যই ভিসা নিতে হবে।

নতুন নীতির উদ্দেশ্য

ইউএই সরকার জানিয়েছে, নতুন এই নীতির লক্ষ্য হলো—

  • দেশটিতে আগত যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া আরও সুসংগঠিত করা,

  • এবং নিরাপত্তা তদারকি জোরদার করা।

অধিকন্তু, অভিবাসন সংক্রান্ত প্রতারণা, ভুয়া ট্রাভেল এজেন্সি এবং অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণ করাও এই নীতির অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

নয়টি দেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা

নতুন নীতির অংশ হিসেবে ইউএই প্রশাসন সাময়িকভাবে নয়টি আফ্রিকান দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্মভিসা ইস্যু বন্ধ ঘোষণা করেছে। দেশগুলো হলো—
নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন, সুদান, ক্যামেরুন, লাইবেরিয়া, বেনিন প্রজাতন্ত্র, কঙ্গো ও বুরুন্ডি।

ইউএই কর্তৃপক্ষ জানায়, এই নিষেধাজ্ঞা সাময়িক, এবং ভবিষ্যতে নীতিগত পর্যালোচনার পর এতে পরিবর্তন আনা হতে পারে।

নতুন নীতিতে যেসব নির্দেশনা মানতে হবে

ইউএই ভ্রমণের আগে এখন থেকে যেসব দেশের নাগরিকদের ভিসা নিতে হবে, তাদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে—

  • ইউএই দূতাবাস বা অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে আগেই আবেদন করতে হবে।

  • পাসপোর্টের মেয়াদ অবশ্যই অন্তত ছয় মাসের বেশি থাকতে হবে।

  • “দ্রুত ভিসা” দেওয়ার প্রলোভন দেখানো ভুয়া ট্রাভেল এজেন্টদের থেকে সতর্ক থাকতে হবে।

  • ইউএই ইমিগ্রেশন কর্তৃপক্ষের অফিসিয়াল আপডেট নিয়মিত অনুসরণ করতে হবে।

ইউএই সরকারের ব্যাখ্যা

ইউএই প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে,

“নতুন এই ভিসা নীতি আমাদের অভিবাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনা আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে সহায়তা করবে। এটি ভ্রমণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরাপদ রাখার অংশ।”

প্রবাসী বাংলাদেশিদের জন্য বার্তা

বিশেষজ্ঞদের মতে, নতুন নীতির ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য আগাম ভিসা প্রক্রিয়া আরও কঠোর ও সময়সাপেক্ষ হতে পারে। তাই যারা ভ্রমণ, কর্মসংস্থান বা ব্যবসায়িক কারণে ইউএই যেতে ইচ্ছুক, তাদের আগেভাগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


সূত্র: সামাটিভি
প্রস্তুতিঃ প্রবাস বুলেটিন নিউজ ডেস্ক

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version