শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আসন্ন দ্য হান্ড্রেড টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার। তবে এবারের আসরে বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার নাম দেননি। গত মৌসুমে খেলার আগ্রহ প্রকাশ করা জাহানারা আলমও এবার ড্রাফটে নাম তোলেননি।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ ২০ হাজার পাউন্ড ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে সাকিব আল হাসানের। যদিও তার বোলিংয়ে নিষেধাজ্ঞা রয়েছে, তবুও তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।

রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ৬৩ হাজার পাউন্ড, লিটন দাস, তাওহীদ হৃদয় ও শেখ মেহেদী – ৫২ হাজার পাউন্ড, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম-৪১ হাজার ৫০০ পাউন্ড।

২০ জন ক্রিকেটার নির্ধারিত ভিত্তিমূল্য ছাড়াই ড্রাফটে অংশ নিচ্ছেন।
তারা হলেন-খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।

৮ দলের এই প্রতিযোগিতার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ। এবার ড্রাফটে অংশ নিচ্ছেন ইংল্যান্ডের ২৭০ জন ও ৩৫০ জন বিদেশি ক্রিকেটার।

 

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version