মঙ্গলবার, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

স্পোর্টস ডেস্ক | ২৪ জুলাই ২০২৫:

টি-টোয়েন্টি ক্রিকেটের এক বিস্ফোরক নাম আন্দ্রে রাসেল। গতি, শক্তি আর শো ম্যানশিপ দিয়ে যিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপট দেখানো এই জ্যামাইকান অলরাউন্ডার এবার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।

জ্যামাইকার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিই হয়ে থাকল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে শেষটা আনন্দের হলো না। ৮ উইকেটের বড় হারে সিরিজে পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে ব্যাট হাতে রাসেল খেলেন মাত্র ১৫ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস, হাঁকান ৪টি বিশাল ছক্কা। বল হাতে করেন মাত্র ১ ওভার।

জাঁকজমকপূর্ণ বিদায়, গার্ড অব অনার রাসেলকে

ম্যাচ শুরুর আগে রাসেলের জন্য আয়োজিত হয় বিদায়ী সংবর্ধনা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে উপস্থিত ছিলেন জ্যামাইকার ক্রীড়া মন্ত্রী আলিভিয়া গ্রেঞ্জ, দুই দলের খেলোয়াড়রা দেন ‘গার্ড অব অনার’। নিজ শহরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে আবেগঘন বিদায় নেন এই ক্যারিবিয়ান তারকা।

আন্তর্জাতিক ক্রিকেটে পরিসংখ্যান

আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র একটি, ওয়ানডেতে খেলেছেন ৫৬টি ম্যাচ

  • ওয়ানডেতে রান: ১,০৩৪

  • গড়: ২৭.২১

  • স্ট্রাইকরেট: ১৩০.২২

  • উইকেট: ৭০টি

তবে সবচেয়ে বেশি দ্যুতি ছড়িয়েছেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে

  • ম্যাচ: ৮৫

  • রান: ১,০৮৬

  • স্ট্রাইকরেট: ১৬২

  • উইকেট: ৬১টি

ফ্র্যাঞ্চাইজি লিজেন্ড হয়ে থাকবেন রাসেল

যদিও আন্তর্জাতিক মঞ্চে সীমিত সাফল্য পেয়েছেন, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাসেল ছিলেন একজন কিংবদন্তি

  • স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ: ৫৬২

  • রান: ৯,২৩৪ (স্ট্রাইকরেট: ১৬৮)

  • উইকেট: ৪৮৫টি

বিশ্বজুড়ে আইপিএল, বিপিএল, সিপিএল, বিগ ব্যাশসহ প্রায় সব প্রধান লিগেই খেলেছেন রাসেল। ব্যাটে-বলে সমান অবদান রেখে হয়ে উঠেছিলেন ‘ট্রু টি-টোয়েন্টি আইকন’

বিদায়ের পরও রাসেলকে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি লিগে

৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও, এখনই থেমে যাচ্ছেন না। আগামী কয়েক বছর তাকে দেখা যেতে পারে বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগে। ক্রিকেটবিশ্বে তার নামটিই একটি ব্র্যান্ড—যা এখনো সমান জনপ্রিয়।


শেষ বারের মতো ক্যারিবিয়ান জার্সিতে ছক্কা হাঁকিয়ে আন্দ্রে রাসেল হয়তো জানিয়ে দিলেন—ক্রিকেট তাকে ভুলতে পারবে না, তিনি রয়ে যাবেন ‘ছক্কার সম্রাট’ হয়েই।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version