স্পোর্টস ডেস্ক | ২০ এপ্রিল ২০২৫, শনিবার
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ম্যাচ শুরুর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলা শুরু হয়েছে সকাল ১০টায়।
বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে বরাবরই একটি পরিচিত প্রতিপক্ষ। সাম্প্রতিক পারফরম্যান্সে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দাপট স্পষ্ট। গত আট টেস্টের মধ্যে সাতটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। ব্যতিক্রম একমাত্র ম্যাচটি ২০১৮ সালে এই সিলেটেই, যেখানে জিম্বাবুয়ে ১৫১ রানে জিতে স্বাগতিকদের হতবাক করেছিল।
জিম্বাবুয়ের সাম্প্রতিক ফর্ম তাদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে। গত চার বছরে একটি টেস্ট ম্যাচেও জয় পায়নি দলটি। এমনকি আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো তুলনামূলক নতুন দলগুলোর বিপক্ষেও পরাজিত হয়েছে তারা।
এই অবস্থায় সিলেটের মাঠে বাংলাদেশের মুখোমুখি হয়ে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া জিম্বাবুয়ে দল। বিশেষজ্ঞদের মতে, জিম্বাবুয়ের পক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে হলে তাদের সাম্প্রতিক ধারাকে বদলাতে হবে।
সিলেটের আবহাওয়া নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল। তবে প্রথম দিনের সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শুরু হয়েছে ম্যাচটি। যদিও সিলেটের বৈচিত্র্যময় জলবায়ুর কারণে বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হঠাৎ করে আকাশ কালো করে আসা এখানকার চিরচেনা দৃশ্য।
টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তে বোঝা যাচ্ছে, বাংলাদেশ প্রথম ইনিংসেই বড় রান তুলে চাপ সৃষ্টি করতে চায়। এই টেস্টে দলে রয়েছেন তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়। চোখ থাকবে শান্ত, মুশফিক, লিটন ও মিরাজের মতো ব্যাটসম্যানদের দিকে, যারা দলের ব্যাটিং মেরুদণ্ড।
অন্যদিকে, জিম্বাবুয়ের জন্য এই ম্যাচ প্রমাণের মঞ্চ। হারের বৃত্ত ভাঙতে হলে ব্যাট ও বল হাতে অসাধারণ কিছু করতে হবে তাদের।