মঙ্গলবার, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা, ১৪ মে ২০২৫:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দ্রুত শপথ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন তার সমর্থক ও নগরবাসী। বুধবার সকাল থেকে শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

সকালে নগর ভবনের মূল ফটকের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। একপর্যায়ে বিক্ষোভকারীরা ভবনের সিঁড়ির সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করেন, আদালতের রায় এবং সরকারিভাবে গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে এখনও মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি, যা আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক রাজনৈতিক কর্মী ও নগরবাসী বলেন, “আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটের পরেও যদি মেয়র দায়িত্ব না পান, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের রায় কিভাবে কার্যকর হবে? আমরা ২৪ ঘণ্টার সময় দিচ্ছি। এর মধ্যে শপথ না করালে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

আদালতের রায় ও গেজেট প্রকাশ

২০২০ সালের ঢাকাসিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন।

পরবর্তীতে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করে।

আইনি দৃষ্টিকোণ

নির্বাচনী আইনের বিধান অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারেন এবং সেই আপিল নিষ্পত্তির জন্য ১২০ দিন সময় নির্ধারিত রয়েছে। এখন পর্যন্ত কোনো আপিল দায়েরের তথ্য পাওয়া যায়নি, বলেই দাবি বিক্ষোভকারীদের।

তাদের বক্তব্য, আইনি বা প্রশাসনিক কোনো প্রতিবন্ধকতা না থাকায় সরকারকে দ্রুত শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি

একাধিক বক্তা জানান, “আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় আমাদের এই কর্মসূচি। প্রয়োজনে আবারও আমরা রাস্তায় নামব, তবে এবার আরও বৃহৎ আকারে।”

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version