সোমবার, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি প্রায় দ্বিগুণ করেছে ভারত। রোববার (১০ আগস্ট) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা প্রক্রিয়াকরণ ফি ৮২৪ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে এক হাজার ৫০০ টাকা (সব অন্তর্ভুক্ত)।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) জানিয়েছে, বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে এই সংশোধন করা হয়েছে। ২০১৮ সালের পর এ প্রথম ভিসা প্রসেসিং ফি বাড়ানো হলো। আইভ্যাকের ভাষ্যে, এই ফি সেবার মান ও অবকাঠামো উন্নয়ন অব্যাহত রাখতে প্রয়োজনীয়, এবং এটি সম্পূর্ণভাবে ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনার সার্ভিস চার্জ হিসেবে ধার্য করা হচ্ছে।

ভারত সরকার বিদ্যমান নীতি অনুসারে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে কোনো ভিসা ফি নেয় না; ফলে ভিসা নিজেই বিনামূল্যে থাকছে।

উল্লেখ্য, গত এক বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে কেবল জরুরি চিকিৎসা, শিক্ষার্থী এবং তৃতীয় দেশে ভ্রমণরত কর্মীদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা রয়েছে। এ ধরনের ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা আবশ্যক।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা সেন্টারগুলো থেকে এসব সীমিত আবেদন গ্রহণ করা হচ্ছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version