শনিবার, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবেদন: প্রবাস বুলেটিন ডেস্ক | ১ জুলাই ২০২৫, ঢাকা

আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন সময়কালকে কেন্দ্র করে ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

সিইসি বলেন, “আমরা পূর্ণ প্রস্তুতির মধ্যেই আছি। নির্বাচন কমিশন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনে কাজ করছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই সময়কে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

সাংবাদিকরা জানতে চান, নির্বাচনকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত সিইসির বৈঠকে কী আলোচনা হয়েছে। উত্তরে সিইসি জানান, প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন।

তিনি বলেন, “ড. ইউনূস নির্বাচন নিয়ে আন্তরিক। তিনি চান একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন হোক। আমরা তাকে আমাদের প্রস্তুতির বিস্তারিত জানিয়েছি। তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই তা জানানো হবে।”

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন আগেই ঘোষণা দিয়েছিল যে অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে। সেই লক্ষ্যে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনটি বিভিন্ন দল ও মহলের অংশগ্রহণহীনতায় বিতর্কিত হয়। সেই প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন নিয়ে দেশ-বিদেশে বাড়তি নজর রয়েছে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version