সোমবার, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: ৮ আগস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার:
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। এরপর বিপুলসংখ্যক নেতাকর্মী দেশত্যাগ করে প্রতিবেশী ভারতে আশ্রয় নেন, যার বড় অংশ বর্তমানে অবস্থান করছেন পশ্চিমবঙ্গে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা–র এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে শুধু অবস্থানই করছেন না, বরং কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে ‘গোপন পার্টি অফিস’ খুলে রাজনৈতিক কার্যক্রমও চালাচ্ছেন। সেখানে নিয়মিত দলীয় বৈঠক ও দেখা-সাক্ষাতের আয়োজন করা হয়।

গোপন অফিসের বৈশিষ্ট্য
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় অবস্থিত এই অফিসটি বাহ্যিকভাবে সাধারণ একটি ব্যবসায়িক কার্যালয়ের মতো। এখানে কোনো সাইনবোর্ড, শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার ছবি কিংবা দলীয় ব্যানার–ফেস্টুন নেই—যা সাধারণত আওয়ামী লীগের কার্যালয়ে দেখা যায়।
স্থানীয়দের নজর এড়াতে নেতাকর্মীরা এই ‘লো-প্রোফাইল’ কৌশল নিয়েছেন।

দলীয় কর্মকাণ্ডের ধরন
আওয়ামী লীগের এক নেতা বিবিসিকে বলেন, “৩০-৩৫ জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায়, যদিও একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক নেতাদের বাসায় হয়। তবে বড় বৈঠকের জন্য রেস্তোরাঁ বা ব্যাঙ্কয়েট হল ভাড়া নেওয়া হয়, যেখানে শ দুয়েক নেতাকর্মী অংশ নেন।”

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রথমদিকে ভারত প্রবাসী নেতাকর্মীরা নিজেদের বাসা-বাড়িতেই বৈঠক করতেন। বৃহত্তর সভার জন্য রেস্তোরাঁ বা ভাড়া করা হল ব্যবহার করা হতো। এখন বাণিজ্যিক ভবনের এই অফিস তাদের কেন্দ্রীয় মিলনস্থলে পরিণত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কলকাতার এই অফিসে নিয়মিত যাতায়াত করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ ও মধ্যমস্তরের নেতারা, যারা এক বছর আগেও বাংলাদেশে ক্ষমতাসীন দলের প্রভাবশালী অবস্থানে ছিলেন।

এই ঘটনা বাংলাদেশে নিষিদ্ধ দলের সীমান্তপার রাজনীতির নতুন মাত্রা যোগ করেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version