সোমবার, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে এসে সরকারকে অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির আহ্বান জানান।

বিক্ষোভকারীদের মধ্যে হামাসের হাতে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরাও ছিলেন। তারা গাজা সিটি দখলের পরিকল্পনার তীব্র বিরোধিতা করে সাধারণ ধর্মঘটের ডাক দেন। তাদের আশঙ্কা, অভিযানে গেলে বন্দীদের জীবন ঝুঁকিতে পড়বে।

সবচেয়ে বড় আন্দোলনগুলোর একটি
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, গত কয়েক মাসে এটিই ছিল সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি শহর গাজা সিটি দখলের সিদ্ধান্ত নেয়। তবে সেনাবাহিনী সতর্ক করেছিল—এই পদক্ষেপ বন্দীদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে, সৈন্যদের অপ্রয়োজনীয়ভাবে বিপদে ফেলবে এবং গাজার মানবিক সংকটকে আরও গভীর করবে।

পরিবারের ক্ষোভ ও দাবি
বন্দী ও নিখোঁজদের পরিবারের সংগঠন হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে জানায়—

“সরকার আমাদের প্রিয়জনদের বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ওপর লাল সতর্কতার পতাকা উড়ছে।”

সংগঠনটি নীতিনির্ধারকদের উদ্দেশে আহ্বান জানায়—

“সময় শেষ হয়ে এসেছে। একটি পূর্ণাঙ্গ বন্দী বিনিময় চুক্তি করুন, যুদ্ধ থামান, আমাদের প্রিয়জনদের ফিরিয়ে দিন।”

পটভূমি
ইসরায়েলি মন্ত্রিসভা সম্প্রতি গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিলেও এ নিয়ে দেশজুড়ে মতবিরোধ বাড়ছে। সমালোচকরা মনে করছেন, সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে বন্দীদের ফেরানো এবং যুদ্ধের অবসানই পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র উপায়।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version