সোমবার, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলের মানাউস বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে আসা স্ক্র্যাপ লোহার একটি কন্টেইনারে তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বন্দরের ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে’ এ সংকেত ধরা পড়ে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, তেজস্ক্রিয়তা শনাক্তের পর কন্টেইনারটি খালাসের কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে আলাদা স্থানে সরিয়ে রাখা হয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য পরমাণু শক্তি কমিশনকে জানানো হয়েছে। কমিশনের কর্মকর্তারা এসে তেজস্ক্রিয়তার মাত্রা যাচাই করবেন।

কন্টেইনারের গতিপথ

কন্টেইনারবোঝাই জাহাজটি ব্রাজিলের মানাউস বন্দর থেকে ছাড়ার পর পানামা, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিভিন্ন বন্দর ঘুরে গত ৩ আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছে। জাহাজটির নাম এমভি মাউন্ট ক্যামেরন

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান বলেন,

“নিরীক্ষার সময় রেডিয়েশন এলার্ম পাওয়ার পর কন্টেইনার ডেলিভারি বন্ধ রাখা হয় এবং সেটি নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে।”

আমদানিকারক ও সংশ্লিষ্ট তথ্য

ঢাকার ডেমরাভিত্তিক লোহা উৎপাদনকারী প্রতিষ্ঠান আল আকসা স্টিল লিমিটেড ব্রাজিল থেকে মোট পাঁচটি কন্টেইনার স্ক্র্যাপ লোহা আমদানি করে। তেজস্ক্রিয় সংকেত পাওয়া কন্টেইনারটি তাদেরই আমদানি পণ্যের অংশ।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানান—

“খালাসের আগে রেডিয়েশন সেন্সরে সংকেত ধরা পড়ায় কন্টেইনারটি আপাতত আটক রাখা হয়েছে।”

নিরাপত্তা ব্যবস্থা

চট্টগ্রাম বন্দরে বিদেশি কন্টেইনারের তেজস্ক্রিয়তা শনাক্তে মার্কিন অর্থায়নে স্থাপিত ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম’ কার্যকর রয়েছে। এই সিস্টেমের মাধ্যমেই কন্টেইনারে তেজস্ক্রিয় উপাদানের উপস্থিতি চিহ্নিত হয়।

সমাপনী মন্তব্য
তেজস্ক্রিয়তা শনাক্তের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কন্টেইনারটি নিরাপদে সরিয়ে রেখেছে। পরমাণু শক্তি কমিশনের পরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version