সোমবার, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

📅 প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার
✍️ প্রতিবেদক: প্রবাস বুলেটিন ডেস্ক

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান। গণ-অভ্যুত্থান এবং স্বৈরাচারবিরোধী বিজয়ের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন হাজারো মানুষ।

📍 অনুষ্ঠান শুরু: দুপুর ১২:১৫ মিনিটে
📍 প্রধান অনুষ্ঠান: বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠ


🔹 অনুষ্ঠানের সূচনা ও সাংস্কৃতিক পরিবেশনা

সাংস্কৃতিক পর্বের সূচনা হয় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে। এরপর মঞ্চে আসে কলরব শিল্পীগোষ্ঠী। দিনভর বিভিন্ন শিল্পী ও ব্যান্ড পরিবেশন করবে সংগীত, আবৃত্তি ও নাট্যাংশ।

বিকেল সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে বিশেষ ড্রোন ড্রামা। অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল


🔹 ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ড. ইউনূস

এই আয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এই আয়োজন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করছে।


🔹 স্লোগানে স্লোগানে বিচারের দাবি

অনুষ্ঠানস্থলে দেখা গেছে, অংশগ্রহণকারীরা নানা রকম স্লোগানে অংশ নিচ্ছেন। তাদের অধিকাংশই জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার, বর্তমান সংবিধান বাতিল এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন।

নওশীন নওয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলেন:

“এক বছর আগে আমাদের ভাই-বোনের রক্তের বিনিময়ে স্বৈরাচারকে বিদায় দিতে পেরেছিলাম। আজ আমরা যে কথা বলতে পারছি, সেটা হাসিনা থাকলে পারতাম না। এজন্য এই দিন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

সদরঘাট থেকে অনুষ্ঠান দেখতে আসা মুহাম্মদ ইউসুফ বলেন:

“গত বছরের এই দিনে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। আজ সেই বিজয়ের এক বছর। শহীদ আবু সাঈদ, মুগ্ধদের হত্যার বিচার এখনো হয়নি। আমরা চাই দোষীদের শাস্তি হোক।”


🔹 নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের প্রস্তুতি

এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান:

“আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। র‍্যাবের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আমরা অতীতের মতো আজও সফলভাবে অনুষ্ঠান শেষ করব।”


🔹 আয়োজনে সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়

পুরো অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়


📌 পটভূমি:
গত বছরের ৫ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। এই দিনটি স্মরণে পালিত হচ্ছে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version