সোমবার, ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়ালালামপুর সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল সোমবার (১১ আগস্ট) শুরু হওয়া এ দ্বিপাক্ষিক সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আশা-প্রত্যাশা তুঙ্গে।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হতে পারে—এমন প্রত্যাশায় বুক বাঁধছেন ১২ লাখ প্রবাসী বাংলাদেশি। একই সঙ্গে তারা বিদ্যমান ভিসা জটিলতা, অবৈধদের বৈধকরণ এবং অন্যান্য সমস্যা সমাধানে এ সফরকে সম্ভাবনার বড় জানালা হিসেবে দেখছেন।

মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মো. আনিছুর রহমান বলেন, “দীর্ঘদিনের আশায় আছি, শ্রমবাজার খুলে গেলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে এবং প্রবাসীদের অন্যান্য সমস্যাও সমাধান হবে।” আরেক প্রবাসী মকবুল হোসেন আশা প্রকাশ করেন, আলোচনায় ড. ইউনূস ভিসা জটিলতা ও অবৈধদের বৈধতার বিষয়টি জোরালোভাবে তুলবেন।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, প্রধান উপদেষ্টার এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, হালাল খাদ্য ও সমুদ্র অর্থনীতি—এসব খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফরকালে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে।

সম্ভাব্য এমওইউগুলোর মধ্যে রয়েছে—প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)-এর মধ্যে চুক্তি, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মিমোসের মধ্যে সমঝোতা এবং এফবিসিসিআই ও এমআইসিসিআই-এর মধ্যে সহযোগিতা চুক্তি।

নোট বিনিময়ের সম্ভাব্য বিষয়গুলো হলো—হালাল খাদ্য ব্যবস্থাপনা, ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশনসের (আইডিএফআর) সহযোগিতা এবং উচ্চশিক্ষা খাত। সফরকালে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

সফরের অংশ হিসেবে তিনি গার্ড অব অনার গ্রহণ, ব্যবসায়িক সেমিনারে অংশগ্রহণ, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়, মালয়েশিয়ার মন্ত্রীদের সঙ্গে বৈঠক এবং সাবেক প্রধানমন্ত্রী তুন ডা. মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এর দুই মাস পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের পর এবার হচ্ছে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রতিদান সফর।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version