মঙ্গলবার, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক চীনা নাগরিকের আর্তনাদ ও কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, ট্রেনের ছাদে দৃশ্য ধারণের সময় তার মোবাইল ফোন ছিনতাই হয়।

ভিডিওতে দেখা যায়, বিদেশি ওই ব্যক্তি স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে আকুতি জানাচ্ছেন। আশপাশে তখন ভিড় জমে যায়। ঘটনাটি নিয়ে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং মোবাইলটি উদ্ধারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগস্ট)। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তিনি বলেন,

“ওই চীনা নাগরিক বিভিন্ন সময় ট্রেনের ছাদে চলাচল করে ব্লগের কাজ করতেন। তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। শনিবার দৃশ্য ধারণের সময় মোবাইল ফোন ছিনতাই হয়। পরে তিনি নেমে এসে ফোন ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। সেই মুহূর্তই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।”

ওসি আরও বলেন, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্তের চেষ্টা করছে। তবে ভুক্তভোগী অভিযোগ না করায় যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। “তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তদন্ত ও মোবাইল উদ্ধারের কাজ আরও সহজ হবে,” যোগ করেন তিনি।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version