চট্টগ্রাম প্রতিবেদক │
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ভবন নির্মাণের সময় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হয়েছেন ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ইকবাল হোসেন—এমন অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি নিয়মবহির্ভূত ভবন নির্মাণ নিয়ে বিরোধের জেরে ঘটেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে মুখে রক্তাক্ত অবস্থায় চিকিৎসক ইকবাল হোসেনকে সাহায্য চাইতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, “আমি ডাক্তার ইকবাল… বিএনপির হারুন; ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দিই নাই বলে আমাকে মারছে… আমার ভাগনে-ভাগনিকে নিয়ে গেছে। আমাকে বাঁচান ভাই।”
ঘটনার বিবরণ
পুলিশ সূত্র জানায়, ৩৮ বছর বয়সী চিকিৎসক ইকবাল হোসেন বাকলিয়ার পুরাতন চারতলা এলাকায় একটি ভবন নির্মাণ করছিলেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় স্থানীয় প্রভাবশালীরা, যার নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা হারুন ছিলেন বলে তার দাবি, তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, “চাঁদা না দেওয়ায় স্থানীয় প্রভাবশালীরা চিকিৎসককে মারধর করেছে।”
পুলিশের অবস্থান
তবে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “আমরা বিএনপি নেতার সম্পৃক্ততার প্রমাণ পাইনি। ঘটনাটি নিয়মবহির্ভূত ভবন নির্মাণ নিয়ে বৈঠকের সময় অপর পক্ষের সঙ্গে হাতাহাতির জেরে ঘটেছে।”
বর্তমানে চিকিৎসক ইকবাল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শেষ কথা: ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চাঁদাবাজি নাকি ভবন নির্মাণ বিরোধ—এ বিষয়ে স্পষ্ট তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।