শুক্রবার, ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের ভৌগোলিক নৈকট্য এবং পারস্পরিক নির্ভরতা নতুন সুযোগ সৃষ্টির পথ খুলে দিতে পারে। এজন্য উভয় দেশের উচিত যৌথভাবে কাজ করে সম্পর্ককে আরও সুদৃঢ় করা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ২০২৫ সালের কোর্স অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। পরে মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মূল বক্তব্যগুলো:

  • ভারত ও বাংলাদেশের আন্তঃনির্ভরতা এবং ভৌগোলিক নৈকট্যকে অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগে রূপান্তরের ওপর গুরুত্বারোপ।

  • পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে একটি স্থিতিশীল, ইতিবাচক ও পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি।

  • ভারতের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবে ‘প্রতিবেশী প্রথম’, ‘অ্যাক্ট ইস্ট নীতি’, ‘মহাসাগর মতবাদ’ এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গির প্রসঙ্গ তুলে ধরা।

  • আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার, গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষা এবং টেকসই উন্নয়নে ভারতের অঙ্গীকারের কথা উল্লেখ।

  • বিমসটেকের অধীনে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান এবং ভারত-বাংলাদেশকে এ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে আখ্যা দেওয়া।

হাই কমিশনার প্রণয় ভার্মা আরও বলেন, ভারত বাংলাদেশের সাথে এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চায়, যা দূরদর্শী ও গঠনমূলক হবে এবং দুই দেশের জনগণ এ অংশীদারত্বের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version