বুধবার, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: রোববার, ৫ অক্টোবর ২০২৫ |

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ তথ্য জানিয়েছেন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানের শিরোনাম ছিল— ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।

শিক্ষা উপদেষ্টার বক্তব্য

শিক্ষা উপদেষ্টা বলেন,

“এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে। পাশাপাশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি ও আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়েও কাজ চলছে।”

তিনি আরও জানান, নির্ভুলভাবে পাঠ্যবই ছাপাতে এনসিটিবির সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা মানসম্মত বই পায়।

এসএসসি পরীক্ষায় স্বচ্ছ মূল্যায়নের অঙ্গীকার

পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে ড. রফিকুল আবরার বলেন,

“এসএসসি পরীক্ষায় অতিরঞ্জিত নম্বর দেওয়ার প্রবণতা বন্ধ হয়েছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে, যাতে মূল্যায়নে বাস্তবচিত্র প্রতিফলিত হয়।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

  • প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার,

  • ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ,

  • কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, এবং

  • ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুজান ভাইজ

অনুষ্ঠানে বক্তারা শিক্ষক সমাজের মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version