বুধবার, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা

চার দফা দাবিতে আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-এর কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে সারা দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার।

অঞ্জু রানী মালাকার বলেন,

  • একাধিকবার কমিটি গঠন ও সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়।

  • আন্দোলনে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিচ্যুতি, বদলি, বরখাস্তসহ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • এসব পদক্ষেপের কারণে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়—

  • অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল করতে হবে।

  • পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।

পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে না নিলে বিদ্যুৎ খাতে অচলাবস্থার দায় নিতে হবে কর্তৃপক্ষকেই।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version