বুধবার, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকাশের তারিখ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে আসেন। পরে ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও মিরপুর বাংলা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে যোগ দেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন—

“অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না”,
“লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে”,
“শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না।”

অবস্থান কর্মসূচির ফলে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অগ্রযাত্রা ঠেকাতে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। নারী শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশ নিয়েছেন।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিসান আহমেদ বলেন,

“সরকার আমাদের সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিলেও এখনও অধ্যাদেশ জারি করেনি। আমরা চাই অবিলম্বে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ জারি করা হোক। আজই যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।”

চলতি বছরের মার্চ মাসে সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একত্র করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। সংশ্লিষ্ট সাত কলেজ হলো—
১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৪. শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৫. কবি নজরুল সরকারি কলেজ
৬. মিরপুর বাংলা কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ইতোমধ্যে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন’-এর খসড়া শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তবে অধ্যাদেশ জারি বিলম্ব হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার সকাল থেকে তাঁরা শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

Leave A Reply

বৈদেশিক কর্মসংস্থান, অভিবাস ও প্রবাস জীবন সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল।

যোগাযোগ

সিটি হার্ট শপিং কমপ্লেক্স (১১তম ফ্লো), রুম ১২/৮, ৬৭, নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০, ফোন: +৮৮০ ১৫৩৩-১৯০৩৭১, ইমেইল: info@probashbulletin.com

Exit mobile version